কামিন্সের পিটুনি এখনো হজম হচ্ছে না রোহিতের

একজন স্পেশালিস্ট পেসার, টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ স্কোর ১৩, সেই প্যাট কামিন্স যদি ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন, তাহলে প্রতিপক্ষ অধিনায়কের মাথায় হাত পড়তে বাধ্য। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার হয়েছে সেই হাল। গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ঘোর এখনো কাটছে না রোহিত শর্মার। বিশেষ করে কামিন্সের ইনিংসে তিনি হতভম্ব।

বুধবারের ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই পরাজয় সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল! সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল। ‘

ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। আইপিএলের ইতিহাসে এটি যুগ্মভাবে দ্রুততম ফিফটি। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। ‘

LEAVE A REPLY