‘সময় থাকতে শহর ছাড়ুন’, বাসিন্দাদের অনুরোধ ইউক্রেন মেয়রের

দোনবাসে বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে রাশিয়া।

আর এ অঞ্চলটিতে অবস্থিত দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাতোভ বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে বলেছেন, সময় থাকতে সুযোগ থাকতে শহর ছেড়ে চলে যান। 

বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের এখনই দিনিপ্রো ছাড়ার অনুরোধ করেছেন তিনি। 

মেয়র বরিস ফিলাতোভ এক ভিডিও বার্তায় বলেন, দোনবাসে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠছে। আমরা মনে করি এপ্রিলে এর তীব্রতা বাড়বে।

তিনি আরও বলেন, যাদের সক্ষমতা আছে, আমি আগেই বলেছি, শহর ছাড়ুন। নারী, শিশু, বয়স্ক ও যারা অর্থনীতির সঙ্গে জড়িত নন তাতে শহর ছাড়ুন। 

দিনিপ্রোতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করলেও দিনিপ্রোতে তাদের আগ্রাসন চালায়নি। 

ফলে এ শহরে অনেকেই এসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দোনবাসে রাশিয়া সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দিনিপ্রোও এখন ঝুঁকিতে পড়েছে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY