‘আরআরআর’ নিয়ে ভক্তের প্রশ্নে বিব্রত এনটিআর, জবাব দিলেন রামচরণ

বক্স অফিস তোলপাড় করে এগিয়েই চলেছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। 

সিনেমাটি গত ২৫ মার্চ মুক্তির পর প্রথম দুই সপ্তাহে আয় করেছে ৯৬০ কোটি রুপিরও বেশি! যা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি রেকর্ড। 

মুক্তির পর থেকেই এ সিনেমার প্রধান দুই চরিত্রের অভিনেতা জুনিয়র এনটিআর ও রামচরণ প্রশংসায় ভাসছেন।

তবে এ ক্ষেত্রে শুরু থেকেই একটি বিভক্তি রেখা টেনে দিয়েছেন সিনেপ্রেমীরা।

সিনেমায় দক্ষিণী এ দুই সুপারস্টারের মধ্যে রামচরণকে বেশি গুরত্ব দিয়ে দেখানো হয়েছে বলে মন্তব্য জুনিয়র এনটিআরভক্তদের।

তাদের অভিযোগ- সিনেমার পুলিশ অফিসার রামচরণের চরিত্রটি বেশি বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ।  সে হিসেবে এনটিআরের অশিক্ষিত চরিত্রটি কম গুরুত্ব বহন করেছে।রামচরণের বিপরীতেই বলিউড নায়িকা আলিয়া ভাটকে নেওয়া হয়েছে। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণী দুই সুপারস্টারের ভক্তরা যখন বাগবিতণ্ডায় ব্যস্ত তখন মুখ খুললেন রামচরণ নিজেই।

জানালেন, এমন প্রশ্ন উঠতেই পারে না। তাদের দুজনই সমান গুরুত্বপূর্ণ ‘আরআরআর’ -এ।

মূলত মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ভক্তের সরাসরি এক প্রশ্নে এমন মন্তব্য করেন রামচরণ। 

ভক্তের প্রশ্ন ছিল অবশ্য এনটিআরের উদ্দেশ্যেই। ভক্ত প্রশ্ন করেন —‘আরআরআর’ সিনেমার জন্য রামচরণই বেশি প্রশংসা কুড়িয়েছেন। এতে জুনিয়র এনটিআরের কেমন অনুভূতি হচ্ছে? তিনি কি বিব্রত?

এ প্রশ্নে এনটিআর যখন সত্যিসত্যি বিব্রত হচ্ছিলেন তখন কথা বলে উঠেন রামচরণ।

এ নায়ক বলেন, ‘আসলে এমন কোনো ব্যাপারই ঘটেনি। বরং এনটিআর বেশি কিছু দৃশ্যে আমাকে ছাপিয়ে গেছেন। স্ক্রিপ্ট অনুযায়ী আমরা দুজনই ভালোভাবে নিজ নিজ ভূমিকায় অভিনয় করেছি। এজন্য মানুষ সিনেমাটি পছন্দ করছেন।’

পাশে বসা এনটিআর তখন বলে উঠেন, রামচরণের বক্তব্যে তিনি একমত। অভিনয় জীবনের সেরা কাজটি তিনি আরআরআর-এ করে দেখিয়েছেন।

LEAVE A REPLY