রাতারাতি ৬০ ফুটের আস্ত সেতু চুরি!

চোখের নিমেষে রাতারাতি হাওয়া হয়ে গেল সেতু।

ভারতের বিহারের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আমিয়াওয়ারে ঘটল এ অদ্ভুত ঘটনা।

সেখানের আরা-সোনে নামের খালের উপর নির্মিত ছিল ৬০ ফুট ফ্রেমের ৫০ টনের স্টিলের ওই সেতুটি।  ব্রিজটি ছিল ৪৫ বছরের পুরনো। 

আর দিনের আলোয় সেতুটি চুরি করে নিয়ে যায় এক দল চোর।

এতো অল্প সময়ে এতবড় সেতু কীভাবে চুরি হল? এই নিয়ে প্রশ্ন উঠছে গ্রাম জুড়ে। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেতু চুরির ঘটনা দেখেছেন কিছু গ্রামবাসী। 

এসব প্রত্যক্ষদর্শীর মতে, ওই চোর-বাহিনীর কয়েকজন সেচ দফতরের সরকারি অফিসার সেজে গ্রামে পরিচয় দেন। এরপর বুলডোজার, গ্যাস কাটার দিয়ে গোটা সেতু কেটে ফেলে তা উপড়ে নিয়ে একটি গাড়িতে কাটা অংশগুলি ভরে পালিয়ে যায়। 

পরে বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন সেচ দফতরের কর্মকর্তারা।  তারা জানায়, সেতু সরিয়ে নেওয়ার জন্য সেচ দফতর থেকে কোনো লোক পাঠানো হয়নি।

এরপর স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জমা দেন সেচ দফতরের জুনিয়ার ইঞ্জিনিয়ার আরশাদ কামাল সামসি।

LEAVE A REPLY