সহকর্মীদের ফের এক হাত নিলেন সিদ্দিক

অভিনেতা সিদ্দিক

কদিন আগেই সহকর্মী তারকারা টিপ পরে ছবি দিয়েছিলেন। এজন্য বেশ ক্ষেপেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে বেশ কিছু টেলিভিশন অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন। প্রতিবাদস্বরূপ নিজেরা টিপ পরে সেই ছবি তাদের ফেসবুকে প্রকাশ করেছেন।

এই তালিকায় আছেন অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই।  

এর ভিন্ন জবাব দিয়েছিলেন অভিনেতা সিদ্দিক। তাদের এমন প্রতিবাদের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? তিনি লিখেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।

যাদের পাগল বলেছিলেন, এখন সিদ্দিক তাদেরকেই ফের এক হাত নিলেন। নিজের ফেসবুকে লিখেছেন, যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা।   তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।

LEAVE A REPLY