মধ্যাহ্ণভোজের ৫ মিনিট বাকি, তর সইল না মুশফিকের

মাত্র এক বল আগেই তিনি টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি পূরণ করেছেন। মেহেদি মিরাজের সঙ্গে তার জুটিটা জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। ৫ মিনিট পরই মধ্যাহ্ণভোজের বিরতি। ঠিক তখনই মুশফিকের মাথায় কী খেলে গেল কে জানে, সিমন হার্মারের ফুল লেন্থের বলটিতে তিনি রিভার্স সুইপ করতে গেলেন! ২১০ রানে ৭ম উইকেট হারানো বাংলাদেশ এখনও ২৪৩ রানে পিছিয়ে।

kalerkantho

সাইমন হার্মারের প্রথম বলে চার মেরে ফিফটি করেন মুশফিক, পরের বল লাগে প্যাডে। জোরাল আবেদনে আউট দেননি আম্পায়ার। দক্ষিণ আফ্রিকার কোনো রিভিউ তখন বাকি নেই। রিপ্লেতে দেখা, আউট ছিলেন মুশফিক। তারপরও তিনি দমে যাননি। পরের বলে হাঁকান রিভার্স সুইপ! এই সেই রিভার্স সুইপ, যে শটে তিনি বারবার আউট হয়েছেন।  

মুশফিকের সেই রিভার্স সুইপ! ছবি : টুইটার

আজ দলের অতি বিপদের মুহূর্তে মুশফিক আবারও একই শট খেলে আত্মহনন করলেন! ১৩৬ বলে ৫১ রানের দারুণ ধৈর্য্যশীল ইনিংসটির যবনিকাপাত হলো একটি বাজে শটে। ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বিস্মিত হয়ে চেচিয়ে বললেন, ‘আরে মুশফিক কি মজা করল!’ অথচ ফিফটি পূরণ করার পরই মুশফিকের প্রশংসা করে নিকোলাস বলেছিলেন, ‘সে অসাধারণ এবং পেশাদার এক ক্রিকেটার’।

LEAVE A REPLY