ছবি : এএফপি
ব্যাট হাতে দলের বাকিদের মতোই ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন মাত্র ১১ রান করে। দক্ষিণ আফ্রিকা ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। মেহেদি মিরাজরা নেমেছেন ফিল্ডিংয়ে।
প্রোটিয়াদের ইনিংসের প্রথম ওভারেই মিরাজের সঙ্গে ঘটল বিপজ্জনক এক ঘটনা। একটু এদিক ওদিক হলেই বিপদ হতে পারত। পরে অবশ্য তিনি মাঠেও ফিরেছেন এবং বোলিংও করেছেন।
এবাদত হোসেনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলের ঘটনা। মিরাজ ফিল্ডিং করছিলেন স্লিপে। এবাদতের ফুলার লেন্থের বলটি ব্যাটার সারেল এরউইয়ার ব্যাট ছুঁয়ে চলে যায় মিরাজের কাছে। খুব সহজেই বলটি তিনি তালুবন্দি করতে পারতেন। কিন্তু মিরাজ তাকিয়ে ছিলেন অন্যদিকে! বল গিয়ে লাগে তার ডানদিকের বুকের নিচে! সাথে সাথে পেট চেপে ধরে মাটিতে পড়ে যান মিরাজ।
সবাই ছুটে যান তার দিকে। প্রাথমিক শুশ্রুষার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। ড্রেসিংরুমেই তার শুশ্রুষা করা হয়। এরপর তাকে ড্রেসিংরুমের ব্যালকনিতে হাঁটতেও দেখা গেছে। পরে তিনি মাঠে ফিরে বোলিং করতে শুরু করেন। দলীয় সূত্রে জানা গেছে, ভয়ের কিছু নেই। মিরাজ ঠিক আছেন। তার আঘাত পাওয়া জায়গাটি নীল হয়ে ফুলে গেছে।