আজ থেকে শুরু মধ্যবর্তী দলবদল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব শেষ হয়েছে গতকাল শনিবার। আর আজ রবিবার থেকে শুরু হয়েছে মধ্যবর্তী দলবল। আজ ১০ এপ্রিল শুরু হয়ে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম চলবে ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন

দ্বিতীয় লেগে বেশ কয়েকজন বিদেশি ফুটবলার দেখা যেতে পারে।

বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ ইনজুরির কারণে ব্রাজিল ফিরে যাওয়ায় তাঁর শূন্য স্থান পূরণে নতুন বিদেশি আনবে বসুন্ধরা কিংস। এদিকে নতুন দুই বিদেশি আনবে শেখ রাসেল ক্রীড়া চক্র। এইলতন ম্যাচাদো ও রুতি তাবারেজের সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক ছিন্নের পথে ক্লাবটি। এছাড়া অন্যান্য ক্লাবগুলোর মধ্যে দেশি ফুটবলারদের দলবদল দেখা যেতে পারে।

প্রথম পর্ব শেষে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী, সমান ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ জামাল ও চতুর্থ অবস্থানে চট্টগ্রাম আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

LEAVE A REPLY