তাইজুলের জোড়া আঘাত

ছবি : এএফপি

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও দ্বিতীয় ইনিংস খেলতে  নামে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে আসে ৬০ রান। তাইজুল ইসলামের বলে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার (২৬) বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটেরও পতন হয়েছে তাইজুলের সৌজন্যে।

তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন কিগ্যান পিটারসেন (১৪)।

এর আগে প্রোটিয়াদের প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫১ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। যদিও তিনি দলের বিপদে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন তামিম ইকবাল।

এছাড়া মুশফিকের সঙ্গে ৭০ রানের জুটি গড়া ইয়াসির আলীর সংগ্রহ  ৪৬ রান। পাঁচ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন সিমন হার্মার এবং ওয়াইন মুল্ডার। ২টি করে নিয়েছেন ডুয়ান অলিভার আর কেশব মহারাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। তাদের লিড হয়েছে ৩২০ রানের।

LEAVE A REPLY