নিজেদের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য মনে করছেন না ম্যানইউ কোচ

চলতি মৌসুমটা মোটেও ভাল যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ফুটবলারদের বাজের ফর্ম ইউনাইটেডকে নিয়ে গেছে লিগ টেবিলের সপ্তমে। আর এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ফিকে হওয়ার পথে। দলের কোচ রাফ রাংনিক বলছেন, ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে খেলছে এতে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা নেই।

প্রিমিয়ার লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে সমান দুটি করে হার ও ড্র করেছে,জিতেছে মাত্র একটি। গতকাল গুদিসন পার্কে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেছে রোনালদোরা। এই হার মেনে নিতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাফ রাংনিক। তিনি বলেছে,’এভারটনের মাঠে আমরা যেভাবে খেললাম, এভাবে খেললে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য নই। ‘

মাঠে ফুটবলারদের মধ্যে লড়াই করার মানসিকতার অভাব দেখছেন রাংনিক,’ফুটবলারদের নিজেদের মধ্যে আন্তর্জাতিক ফুটবল, সম্ভব হলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার তাড়না থাকতে হবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করতে হলে এমন ম্যাচে ৯৫ মিনিটের মধ্যে গোল করার সামর্থ্য থাকতে হবে। ‘

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকতে হবে। কিন্তু ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানইউয়ের অবস্থান সপ্তম অবস্থানে। ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আর্সেনাল। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম।

LEAVE A REPLY