রমিজের চার জাতি টুর্নামেন্টের প্রস্তাবকে পাত্তাই দিল না আইসিসি!

ফাইল ছবি

ক্রিকেটের ‘বিগ থ্রি’কে নিয়ে একটি চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। অনেক ঢাক-ঢোল পিটিয়েই তিনি আইসিসির সভায় যান এ বিষয়ে প্রস্তাব দিতে। কিন্তু সেই প্রস্তাবকে পাত্তাই দিল না আইসিসি! বোর্ড সভায় প্রত্যেক সদস্য এর বিরুদ্ধে থাকায় কোনো ভোটিং করারও সুযোগ ছিল না! সুতরাং রমিজের এই পরিকল্পনা মাঠে মারা গেল।

চার জাতি টুর্নামেন্ট নিয়ে রমিজ বলেছিলেন, এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব এবং অন্যান্য ব্যাবসায়িক কার্যক্রম থেকে ৭৫০ মিলিয়ন ডলার আয় হতে পারে।

 রমিজের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয় নিয়ে ক্রিকবাজকে এক বোর্ড মেম্বার বলেছেন, ‘এফটিপি পুরোপুরি ঠাসা অবস্থায় আছে। ফলে আইসিসি সেটাকে ভিত্তি করেই বিপণনের কাজটি করবে। এই সময়ের মধ্যে নতুন টুর্নামেন্টে সম্ভব নয়।  তা ছাড়া যাদের (যেসব দেশ) এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়নি তারা এই পরিকল্পনায় খুশি হতে পারেননি। ’

রমিজের প্রস্তাবিত দলে ভারতের নাম থাকলেও আইসিসির সভায় তারাই হয়তো ছিলেন সবচেয়ে বড় বিরোধী। রাজনৈতিক কারণে শুধু আইসিসির ইভেন্টে  ভারত ও পাকিস্তানের দেখা হয়। সর্বশেষ ২০১২ সালে সাদা বলের ক্রিকেটে সিরিজ খেলেছে দুই দল। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের আশু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা ছাড়া আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রভাব অনেক বেশি।   রমিজ রাজার প্রস্তাব আইসিসিতে পাত্তা না পাওয়ার পেছনে এসব কারণও বিদ্যমান।

LEAVE A REPLY