আইপিএল ইতিহাসে প্রথম―দলের নির্দেশে ‘আউট’ হলেন অশ্বিন!

আইপিএলের মঞ্চে গতকাল রবিবার রাতে ঘটেছে বেশ চমকপ্রদ এক ঘটনা। এদিন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। রাজস্থানের ইনিংসের শেষের দিকে ক্রিজে অপরাজিত ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনকে হুট করে তুলে নেওয়া হয়! হ্যাঁ, ঠিকই পড়েছেন। অশ্বিনকে তুলেই নেওয়া হয়েছে।

ফুটবলের মতো ক্রিকেটেও যে এমন একটা আইন আছে, সেটা হয়তো অনেকের জানা নেই। অশ্বিন হয়েছেন সেই ‘রিটায়ার্ড আউট’-এর শিকার।

রাজস্থানের ইনিংসের তখন ১৮.২ ওভার চলছে। অশ্বিন তখন ২৩ বলে ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত। সেই মুহূর্তে ড্রেসিংরুম থেকে নির্দেশ আসে, অশ্বিনকে রিটায়ার্ড আউট হতে হবে। মানে তিনি স্বেচ্ছায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরবেন! দলের সিদ্ধান্ত মেনে অশ্বিন সেটাই করেন।  রবিবার আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন অশ্বিন।  কারণ শেষ ৮ বলে দ্রুত রান তোলার জন্য অশ্বিনের ওপর ভরসা রাখতে পারেনি তার দল।

এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা আর বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন আর কোচ কুমার সাঙ্গাকারা এর ব্যখ্যা দিতে বাধ্য হন। সাঙ্গাকারা বলেন, ‘দলের জন্য অনেক বড় ত্যাগ করেছে অশ্বিন।  পরে মাঠে নেমে দুর্দান্ত বলও করেছে। পুরো ব্যাপারটা অসাধারণ। ‘ আর অধিনায়ক সঞ্জু বলেন, ‘পুরোটাই দলীয় সিদ্ধান্ত। আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা আসর শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। ‘

LEAVE A REPLY