পিএসজির দুঃখ ছেড়ে মেসিকে বার্সায় ফিরতে বললেন আলভেস

দীর্ঘ দিনের সম্পর্ক ছেড়ে চলতি মৌসুমে শুরুতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। নতুন পরিবেশ, নতুন ক্লাবে মানিয়ে নিতে একটু বেশিই সময় নিচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে করেছেন মোটে আট গোল। যা মেসির নামের সাথে কোনোভাবেই মানানসই নয়।

রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে বেশ সমালোচনা শুনতে হয়েছে মেসিকে। এমনকি পিএসজির সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছে ‘দুয়ো’। যে কারনে লিওনেল মেসিকে পিএসজির দুঃখ ছেড়ে আবারো কাতালান ক্লাবটিতে ফিরে যেতে বলেছেন বার্সেলোনার অভিজ্ঞ ফুটবলার দানি আলভেস।

দিয়েরো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাতকারে আলভেস বলেন,’ ‘আমি জানি না সে কি ভাবছে বা কি করতে চায়। সে (মেসি) আমার সাথে ‘শেষ নাচের’ জন্য এক বছরের জন্য ফিরে আসতে পারেন। কেন না? এখান (বার্সেলোনা) থেকে ভালো আর কোথাও নেই। বার্সার চেয়ে অন্যকিছু আর ভালো হতে পারে না। সে (মেসি) চলে গেল এবং নতুন অভিজ্ঞতার চেষ্টা করল। সে চাইলে এখন তার বাড়ি ফেরার পালা। ‘

 বার্সেলোনায় থাকাকালীন লিওনেল মেসি ও দানি আলভেস একত্রে ২৩টি শিরোপা জিতেছেন। মাঠে দুইজনের মধ্যে বোঝাপড়াটাও ছিল দারুণ।

LEAVE A REPLY