পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার টেলিফোন করে শাহবাজকে এরদোগান অভিনন্দন জানান। খবব জিও নিউজের।
তিনি বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি সীমাহীন আনন্দিত।’
এরদোগান শাহবাজ শরিফকে উদ্দেশ করে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। কেননা, আমরা একে অপরের বিশ্বস্ত ভাই।’
দুজনের আলাপকালে শাহবাজ বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও নিকটবর্তী করতে চাই।’
এ সময় টেলিফোন করা ও অভিনন্দন জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্টের শুকরিয়া আদায় করেন তিনি।