পহেলা বৈশাখ পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

পহেল বৈশাখ পালনের প্রায় সব আয়োজনই চূড়ান্ত। আর দুদিনও বাকি নেই বাঙালির এ বর্ষবরণ উৎসবের।

তবে এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টির আভাসও রয়েছে তাতে। আজ সোমবার থেকেই দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, গভীর সঞ্চালণশীল মেঘের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।বৈশাখের প্রথম দিন বৃহস্পতিবার পর্যন্ত এমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে।  

তিনি আরো বলেন, এখন কোথাও তাপপ্রবাহ বয়ে না গেলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী কিছুদিন তাপমাত্রা আর বাড়বে না; তবে ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে।

গত কয়েকদিন ধরে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে বৃষ্টি হচ্ছে। মৌসুমের স্বাভাবিত লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আকাশ মেঘলা থাকায় ঢাকাসহ অনেক এলাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেহর অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY