দেব-রুক্মিণী
বলিউডের বিয়ের আবহ এবার টলিউডেও ভর করেছে। যখন ভারতবাসী রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে গুঞ্জনে মেতে উঠেছে, ঠিক তখন টলিউডের দুই তারকার গাঁটছড়া বাঁধার খবর সামনে এসেছে। জনপ্রিয় নায়ক দেব নিজেই জানিয়েছেন, রুক্মিণী মৈত্রকে নিয়ে এ মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে দেবের প্রেম পুরনো বিষয় নয়। তবে তারা কবে বিয়ে করছেন সে বিষয়ে এতদিন উত্তর না মিললেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে বিয়ে করবেন তা ঘোষণা করেছেন দেব। জানিয়েছেন, এপ্রিলেই বসবে বিয়ের আসর।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ ছবিটি আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে। ছবিটিতে নায়ক-নায়িকার ভূমিকাতে দেব-রুক্মিণীকে দেখা যাবে। ছবিটির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে উপস্থিত হন তারা। আর সেখানেই বিয়ের বিষয়টি খোলাসা করেন দেব।ডি- এইচএ ট