তামিমের পর ফিরলেন শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার ৩২ তম হাফসেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৪৭ রানে আউট হন টাইগার ওপেনার তামিম ইকবাল

পেটের পীড়ার জন্য ডারবান টেস্টে ছিলেননা টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তবে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের জন্য বেশ ভালো মেজাজেই মুখিয়ে ছিলেন তিনি। প্রথম টেস্টে প্রোটিয়াদের আগ্রাসী আচরণের জবাবও এই টেস্টে দিবে বলে জানিয়েছিলেন তিনি। সেই পথেই যেন হেঁটে যাচ্ছে চট্টগ্রামের এই নক্ষত্র। প্রথম ওভারে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারালেও নাজমুল হোসেন শান্তকে সঙ্গী করে বেশ সাবলীলভাবেই প্রোটিয়াদের বোলারদের মোকাবিলা করছেন তিনি। রানের গতির দিকে লক্ষ্য রাখছিলেন নিখুঁতভাবে। টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতকের পথে হাঁটছিলেন তিনি।

মাত্র ৩ রান প্রয়োজন ছিল এই মাইলফলকে পৌঁছাতে। কিন্তু ইনিংসের ২১তম ওভারে মাল্ডারের পেসে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৮ চারের সাহায্যে করেছিলেন ৪৭ রান তিনি। তিন রানের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। ২৩তম ওভারে আবারো সেই মাল্ডারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। মাঠ আম্পায়ার প্রথমে আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় প্রোটিয়ারা। সাজঘরে ফেরার আগে ৬ চারের সাহায্যে ৩৩ রান করেছেন শান্ত। ইনিংসের শুরুতে প্রোটিয়াদের রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে রানের খাতার খোলার আগে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়।

এই রিপোর্ট লিখা পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে টাইগারদের সংগ্রহ ৮৫ রান। দুই নতুন ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই বল হাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ফরম্যাটে ১৫০ উইকেটের মাইলফলক ছুয়েছেন টাইাগারদের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৩৬.২ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে সবগুলো উইকেটের বিনিময়ে ৪৫৩ রান সংগ্রহ করেছেন দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে খালিদ আহমেদের প্রথম উইকেট নেয়ার পর দিনশেষে ৩ উইকেট পেয়েছেন তাইজুল। এরপর দ্বিতীয় দিনেও একই ধারাবাহিকতায় যেন এগিয়েছে টাইগারদের এই স্পিনার।

দিনের শুরুতে খালিদ আহমেদ কাইল ভেরেইনিকে সাজঘরে ফেরানোর পর একে একে ৩ উইকেটের নিয়েছেন তাইজুল। সপ্তম উইকেটে উইয়ার মাল্ডারকে ও অষ্টম উইকেটে কেশব মহারাজকে সরাসরি বোল্ড করলেও নিজের রেকর্ড গড়ার উইকেটের সময় পেয়েছেন উইকেটরক্ষক লিটন দাসের সহযোগিতা। সিমন হারমারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ফরম্যাটে ১৫০ উইকেট পূরণ করেছেন তাইজুল। আগের উইকেটে কেশব মহারাজকে আউট করার মাধ্যমে ক্যারিয়ারের দশমবার পাঁচ উইকেট লাভের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। টাইগারদের হয়ে ৬ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, ৩ উইকেট পেয়েছেন খালিদ আহমেদ ও ১ উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।এসএইচ

LEAVE A REPLY