পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কের পিচটি ব্যাটারদের জন্য সুবিধার। সেটির প্রমাণ রেখেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও। নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে তারা। বড় রান করেছেন সবাই। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা উইকেটটিতে টিকে থাকতে পারছে না।

এরই মধ্যে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। দলীয় ১০০ রানের সময় সর্বশেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন অধিনায়ক মুমিনুল হক। মুলদারের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন তিনি। তার আগে মাত্র ৬ রান করেছেন এই ব্যাটার।

এর আগে ৮৫ রানের সময় ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৭৪ বল মোকাবিলায় ৩৩ রান করেন। তিনিও একইভাবে মুলদারের বলে আউট হয়েছেন। তামিম ইকবালও ৪৭ রান করে ফিরে গেছেন। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুলদার। দলের রান ছিল তখন ৪২।

এই রিপোর্ট লিখতে লিখতেই আরও এক উইকেটের পতন। মাত্র ১১ রান করে বিদায় নিয়েছেন লিটন দাস। ওলিভিয়ারের বলে সরাসরি বোল্ড হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১২২ রান। মুশফিকুর রহিম ২১ রানে অপরাজিত। তার সঙ্গে আছেন ইয়াসির আলি রাব্বি।এসএইচ

LEAVE A REPLY