ইমরানের বিদায়ে পিসিবি থেকে বিতাড়িত হবেন রমিজ রাজা

ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতেই, তার বড় ঝাপ্টা লাগল পিসিবি-তেও। অনাস্থা ভোটে হেরে যান ইমরান। তার পরেই তাকে সরতে হয় পাকিস্তান প্রধানমন্ত্রীর পদ থেকে। আর এর পরেই ডামাডোল শুরু পাকিস্তান ক্রিকেট বোর্ডেও। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, সম্ভবত পদত্যাগ করতে চলেছেন পিসিবি-র চেয়ারম্যান রামিজ রাজা।

আসলে রামিজ রাজাকে বোর্ডের চেয়ারম্যান পদে নিয়ে এসেছিলেন ইমরান খানই। তখন যে রামিজকে চেয়ারম্যান করা নিয়ে অসন্তোষ ছিল না, তা নয়। তবে প্রধানমন্ত্রীর উপরে কেউ কোনও কথা বলতে পারেননি। কিন্তু ইমরানের গদি উল্টোতেই সেই অসন্তোষই মাথাচারা দিয়েছে।

এই মুহূর্তে রামিজ রাজা আইসিসি-র মিটিংয়ের জন্য দুবাইয়ে রয়েছেন। সেখান থেকেই জানা গিয়েছে, তাঁর পদত্যাগের ভাবনার কথা। পাকিস্তান বোর্ডেরই এক সূত্রের দাবি, ‘ইমরানের ইচ্ছেতেই রামিজ বোর্ড প্রধান হয়েছিলেন। ইমরানের অধীনে যাঁরাই খেলেছে, তাঁরা প্রত্যেকেই ওঁকে শ্রদ্ধা করে। ধারাভাষ্যকার, টিভি বিশেষজ্ঞ হিসেবে রামিজ যথেষ্ট ভালো জীবন কাটাচ্ছিল। কিন্তু ইমরান বলায় ও সব ছেড়ে বোর্ডের দায়িত্ব নেয়। রামিজ নিজেও আগে বলেছে যে ইমরান প্রধানমন্ত্রী থাকা পর্যন্তই ও বোর্ডের প্রধান থাকবে।’

পাকিস্তানের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়োগ করতে পারেন। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলে তবেই রামিজ পদে থাকতে পারবেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত রামিজ আর পদে থাকতে চান কিনা, সেটাই বড় প্রশ্ন।এসএইচ

LEAVE A REPLY