নিজের ফুটবল ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখের মত তারকা ঠাসা দলগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে লুকা মদ্রিচের চোখে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি। তাদের বিপক্ষে খেলা খুবই কঠিন মনে করছেন রিয়ালের এই তারকা।
চেলসিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর মদ্রিচ বলেন,’আমার কাছে চেলসি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।
আমি মাতো কোভাচিচের কারণে চেলসির খেলা অনেক দেখি। তারা খুব কঠিন এবং শারীরিক দল। খুব কমপ্যাক্ট, এবং আমরা জানতাম যে এটি কঠিন হবে। ‘
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় রিয়ালের। ফিরতি লেগে মাদ্রিদ যখন ৩ গোলে পিছিয়ে হারের শঙ্কায় ঠিক তখনি রদ্রিগোকে দিয়ে দারুণ একটি গোল করিয়েছেন লুকা মদ্রিচ। বক্সের বেশ খানিকটা বাইরের কোনাকুনি থেকে বুটের মাথা দিয়ে তুলে দেওয়া বাঁকানো পাস থেকেই গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজিমার গোলে সেমিফাইনালে পা দেয় রিয়াল মাদ্রিদ।