পাতাল রেল স্টেশনে আর বোমা নেই : নিউইয়র্ক পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পাতাল রেলে মঙ্গলবার সকালের গুলির প্রাথমিক তদন্তের পর নিউ ইয়র্ক পুলিশ বলেছে, বর্তমানে ঘটনাস্থলে সক্রিয় কোনো বিস্ফোরক নেই। কর্তৃপক্ষ আগে বলেছিল সেখানে কয়েকটি ‘অবিস্ফোরিত বস্তু’ আছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। আহত অনেকে হাসপাতালে।

 তদন্তের সুবিধার স্বার্থে লোকজনকে থার্টি সিক্স্থ স্ট্রিট ও ফোর্থ এভিনিউ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। আশেপাশের স্কুলগুলোকে সাময়িক আশ্রয় (শেল্টার ইন) ঘোষণা করা হয়েছে। এর অর্থ, কেউ সেখান থেকে আপাতত বের হতে পারবে না এবং শিক্ষার্থী ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেনা। প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি ঘটনা সম্পর্কে রাজ্য গভর্নর, মেয়র, অ্যাটর্নি জেনারেল এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে অবগত করা হয়েছে। ব্রুকলিনের পাতাল রেলে সকালে এ ঘটনা ঘটে। ধোঁয়ার খবর পেয়ে অগ্নিনির্বাপণকর্মীরা সানসেট পার্কের থার্টি সিক্স্থ স্ট্রিট স্টেশনে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। আইনশৃংখলা বাহিনীর একাধিক সূত্র বলেছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্যাস মাস্ক ও নির্মাণকাজের ভেস্ট পরা এক ব্যক্তিকে সেখান থেকে পালাতে দেখা গেছে। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, লোকজন রক্তাক্ত কয়েকজন যাত্রীকে সেবা দিচ্ছে। সূত্র : সিএনএন ও এপি

LEAVE A REPLY