শাহবাজের অধীনে মন্ত্রিত্ব নয়, প্রেসিডেন্ট-স্পিকারের পদ চায় বিলাওয়ালের দল!

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (মাঝে) ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (বাঁয়ে)অ-অ+

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এখনো তাঁর মন্ত্রিসভা ঘোষণা করেননি। জোটের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য ধীরে চলো নীতি নিয়েছেন তিনি। জোটসঙ্গী সব দলের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহবাজ।

বর্তমান ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল হলো বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

স্বাভাবিকভাবে মন্ত্রিসভায় তাদের বড় অংশগ্রহণ থাকার কথা। শুরুর দিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল যে, পিপিপির আটজন নেতা নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

তবে এখন শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী শাহবাজের অধীনে মন্ত্রিসভায় পদ পাওয়ার চেয়ে কিছু সাংবিধানিক পদ পেতে বেশি আগ্রহী পিপিপি। এর মধ্যে অন্যতম হলো জাতীয় পরিষেদর স্পিকারের পদ ও সিনেটের চেয়ারম্যানের পদ। এমনকি প্রেসিডেন্ট পদও পেতে চায় বিলাওয়ালের দল।

তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজের অবস্থান হলো মন্ত্রিসভায় পিপিপির প্রতিনিধিত্ব থাকতে হবে। সেটা না হলে জনগণের কাছে জোট সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। যদিও প্রেসিডেন্ট বা স্পিকারের পদ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শাহবাজকে জোটের সবাইকে নিয়ে মতৈক্যের ভিত্তিতেই চূড়ান্ত করতে হবে মন্ত্রিসভা। সেটা করতে না পারলে সংকটে পড়তে পারেন তিনি। জাতীয় পরিষদে এই জোটের ১৭৪ টি আসন রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে মাত্র দুটি বেশি। এ কারণেই জোটের সবার মন জুগিয়ে চলতে হবে প্রধানমন্ত্রী শাহবাজকে।

সূত্র: ডন

LEAVE A REPLY