সুইডেনের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ছড়ানোর অভিযোগ রাশিয়ার

অ্যান লিন্ডে ও মারিয়া জাখারোভা।

রাশিয়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ছড়ানোর অভিযোগ করেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় রেডিও চ্যানেল স্পুৎনিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেছেন বলে জানায় রুশ বার্তা সংস্থা তাস।

মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বারবার ‘সুইডেন এবং ফিনল্যান্ডের জন্য রাশিয়া হুমকিস্বরূপ’ কথাটি বলে বিরতিহীন অপপ্রচার চালাচ্ছেন যার কোনো ভিত্তি নেই। এটি উসকানির শামিল।

মারিয়া জাখারোভা বলেন, ‘অ্যান লিন্ডের বিবৃতি একাধারে দায়িত্বহীন ও জ্ঞানহীন। এ ধরনের কথাবার্তা তার দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের অনুকূলে যায় না। তবে তা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর উদ্দেশ্য পূরণ করে বৈকি। ’

ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালেনা অ্যান্ডারসন ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের জরুরি বৈঠকের মধ্যে রাশিয়ার এই অভিযোগটি এলো।

প্রসঙ্গত, একই দিনে (বুধবার) ফিনল্যান্ডের পার্লামেন্টে একটি নিরাপত্তা নীতি প্রণয়ন বিষয়ক প্রতিবেদন উপস্থাপিত হবে, যাতে ন্যাটোর সদস্য পদ লাভের সুবিধা এবং অসুবিধা উভয় দিক নিয়ে বিশদ পর্যালোচনা থাকবে।

সোমবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে, এই পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনবে না। ন্যাটো জোট এখনো এমন একটি হাতিয়ার, যা সংঘর্ষের জন্য মুখিয়ে আছে। তার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তাদের ‘গুরুতর সামরিক পরিণতির’ সম্মুখীন হতে হবে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY