জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ট্রেনযোগে কিয়েভ যাচ্ছেন চার প্রেসিডেন্ট

ট্রেনে উঠতে স্টেশনে লাটভিয়া, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার প্রেসিডেন্টরা। সূত্র : লিথুয়ানিয়া সরকারি ওয়েবসাইট

পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার প্রেসিডেন্টরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার উপদেষ্টা এ কথা বলেছেন।  ইতিমধ্যে ট্রেনযোগে কিয়েভ অভিমুখে রওনা দিয়েছেন তাঁরা।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার উপদেষ্টা জাকুব কুমোচ টুইটারে বলেছেন, ‘আমাদের দেশগুলো ইউক্রেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন প্রদর্শন করছে।

শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভ ও যুদ্ধবিধ্বস্ত বুচা শহর পরিদর্শনের কয়েক দিন পর পূর্ব ইউরোপীয় দেশ চারটির নেতাদের এই সফর এলো।

শনিবার আকস্মিকভাবে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার দপ্তর ১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই সফরটির লক্ষ্য ছিল ইউক্রেনের জনগণের সঙ্গে ‘সংহতি প্রদর্শন’।

LEAVE A REPLY