বার্মিংহ্যাম ফিনিক্সের হেড কোচ হলেন ভেট্টরি

বার্মিংহ্যাম ফিনিক্সের পুরুষ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।  অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অস্ট্রেলিয়া কোচ ঘোষণার পর ভেট্টরিকে স্থায়ীভাবে হেড কোচ ঘোষণা করে দ্য হান্ড্রেডের গতবারের রানার্সআপরা।

গত বছর একশ বলের ক্রিকেটে এই দলটির ভারপ্রাপ্ত কোচ ছিলেন ভেট্টরি। কোভিড প্রটোকলের কারণে ম্যাকডোনাল্ড যুক্তরাজ্যে না যাওয়ায় ভেট্টরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তার অধীনে উদ্বোধনী আসরের ফাইনাল খেলেছিল বার্মিংহ্যাম। ফাইনালে হেরে যায় সাউদার্ন ব্রেভের কাছে।

স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর ভেট্টরি বলেছেন, ‘গত মৌসুমে হেড কোচ হিসেবে বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াডের সঙ্গে কাজের সময়টুকু সত্যিই ভালো লেগেছিল। তাই স্থায়ীভাবে এই দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল। ’

উল্লেখ্য, আগামী ৩ আগস্ট হান্ড্রেড (পুরুষ) প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুম শুরু হবে।

LEAVE A REPLY