টি-টোয়েন্টি ক্রিকেটে আরো একটি মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা। বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। বুধবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই নজির গড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
গতকাল ব্যাটিংয়ে নামার সময় ১০ হাজার রান থেকে মাত্র ২৫ রান দূরে ছিলেন রোহিত।
পুণের এমসিএ স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৮ রান করার পথে ছুঁয়ে ফেলেন ১০ হাজার রানের মাইলফলক।
সব মিলিয়ে বিশ্বের সাত নম্বর ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের মালিক হলেন রোহিত। কোহলি ছাড়া রোহিতের আগে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শোয়েব মালিক, উইন্ডিজের কায়রন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।