ফিনল্যান্ড ও সুইডেনের প্রধানমন্ত্রীরা বুধবার সাক্ষাত করেন। ওই সাক্ষাতের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা জানাবেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেবে কিনা।
আর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ন্যাটোতে যোগ দেওয়ার ইঙ্গিত দেওয়ার পর বিয়ষটি নিয়ে কথা বলেছেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুসকো।
তিনি জানিয়েছেন, ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিলে এর পরিণতি খুব খারাপ হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিলে সামরিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর যার পরিণতি এমন খারাপ হবে যা কেউ কখনো কামনা করে না।
তিনি আরও বলেন, এটি পরিস্কার ফিনল্যান্ডের সঙ্গে আমাদের ১ হাজার ৩০০ কিলোমিটার লম্বা সীমানা আছে। তার মানে এখানে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে। যা রাশিয়াকে সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিতে বাধ্য করবে।
এদিকে পূর্ব ইউরোপে অনেক দেশ ন্যাটোতে যোগ দিলেও সুইডেন ও ফিনল্যান্ড এমন কোনো পদক্ষেপ নেয়নি বা ঘোষণা দেয়নি। এর ফলে ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শীতলই ছিল।
তবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পদক্ষেপ নিলে সম্পর্ক যে শীতল থাকবে না সে বিষয়টিরই ইঙ্গিত দিয়েছে রাশিয়া।
সূত্র: দ্য গার্ডিয়ান