কাশ্মীরি পেসারকে যে উপদেশ দিলেন ‘স্টেইনগান’

আইপিএলে গতির ঝড় তুলে আলোচনার সৃষ্টি করেছেন ভারত অধিকৃত কাশ্মীরি পেসার উমরান মালিক। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপরে বল করছেন। ম্যাচের দ্রুততম বলের পুরস্কারও জিতেছেন।  এই তরুণ ফাস্ট বোলারের ওপরই ভরসা রাখছে সানরাইজার্স হায়দরাবাদ।

আজ শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে উমরানকে বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়া গতিতারকা ডেল স্টেইন।

হায়রদাবাদের বোলিং কোচ স্টেইন বলেছেন, ‘উমরানকে আমার পরামর্শ, কখনোই বলের গতি কমাবে না। ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে তো যে কেউ বল করতে পারে।  এই গতির সঙ্গে কিছুটা বৈচিত্র্য মেশাতে পারলে সে অনেক দূর যাবে।  ভবিষ্যতে উমরান মালিকের খেলা সবাই বেশি করে দেখতে পারবেন। সে রকমই অলরাউন্ডারদের ক্ষেত্রে দেখা যাবে মার্কো জানসেনকে। সে আমার কাছেও প্রেরণা। ‘

এবারের আইপিএলে আগুনের গোলা ছুড়ে যাচ্ছেন উমরান। এ বছর আইপিএলের সবচেয়ে দ্রুততম তো বটেই, গতির তালিকায় প্রথম পাঁচটি ডেলিভারিই এসেছে এই ২২ বছরের তরুণের হাত থেকে। সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে তার বলটি ছিল ১৫৩.৩ কিলোমিটার গতির।  যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির। এবার আইপিএলে তিনি আরো একবার ১৫৩ ছুঁয়েছেন। হায়দরাবাদের এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত স্টেইন বলেন, ‘তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ‘

LEAVE A REPLY