মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠাতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সিনেট সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ আভাস দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এ বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিদ্রুপ করে বলেন, সেই কর্মকর্তাদের সঙ্গে যেতে আপনারা প্রস্তুত তো?
শুক্রবার কৃষ্ণসাগরে নেতৃত্ব দেয়া ‘মস্কোভ’ যুদ্ধজাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হলে এ জাহাজের দিকনির্দেশনায় হামলা করে আসছিল রাশিয়া।ডি- এইচএ