কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দের
মানবিক সহায়তার ত্রাণ কাজে সহায়তার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ১৫০ জন সেনা সদস্য পাঠাচ্ছে কানাডা। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কানাডার ট্রেনটন সেনাঘাঁটিতে এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। অনিতা আনন্দ জানান, রুশ আগ্রাসনে ২৭ লাখ ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন।
এ বিশাল সংখ্যক শরণার্থী নিয়ে বেশ ঝামেলায় পড়েছে দেশটি। তাই শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য এসব কানাডিয়ান সেনা কাজ করবেন।
এসময় কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ রুশ-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি জানান।ডি- এইচএ