টুইটারের বদলে ইলন মাস্ককে শ্রীলঙ্কা কিনে নেয়ার পরামর্শ

ইলন মাস্ক

টুইটারের বদলে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে শ্রীলঙ্কা কিনে নেয়ার পরামর্শ দিচ্ছেন বেশিরভাগ মানুষ। শুক্রবার টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে ইলন মাস্ক চিঠি দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এমন পরামর্শ পেতে শুরু করেছেন তিনি।

টুইটারে এক টুইটে ভারতীয় ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল বাহল বলেন, ইলন মাস্ক চার হাজার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় করে টুইটার কিনতে চান। অথচ শ্রীলঙ্কার ঋণ সাড়ে চার হাজার মার্কিন ডলার। এখন তিনি যদি দেশটি কিনে নিতে পারেন, তাহলে নিজেকে ‘সিলন মাস্ক’ বলতে পারবেন (‘সিলন’ শ্রীলঙ্কার পূর্বনাম)। খবর নিউজ এইটিনের।পড়ুন : ইলনের প্রস্তাবে আতঙ্কিত না হতে অনুরোধ টুইটারের প্রধান নির্বাহীর

কয়েকদিন আগে টুইটারের ৯ শতাংশ কিনে হইচই ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। এরপর টুইটারের পুরো মালিকানা কিনতে চাওয়ার প্রস্তাব দেয়ার পর আলোচিত হন বিশ্বের সবচেয়ে এ ধনী ব্যক্তি।

শ্রীলঙ্কায় বৈদেশিক ঋণ সংকট, মুদ্রাস্ফীতি এবং পর্যটন খাতে শূন্যতার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। একই সময় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের টুইটার কিনে নেয়ার ইচ্ছা প্রকাশকে পুঁজিবাদ ও অর্থনৈতিক বৈষম্যের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।ডি- এইচএ

LEAVE A REPLY