বিয়ের পর পরীমনি ও রাজ একসঙ্গে প্রথম পহেলা বৈশাখ উদযাপন করলেন। হাতিরঝিলে নৌকা চেপে ঘুরেছেন জনপ্রিয় এ নায়িকা। পাশেই ছিলেন পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজ।
ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।
সে (রাজ) তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট দিয়ে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর কত সব আয়োজন করে ফেলল!…আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্য খোঁপার ফুল এনে দিল। ’
পরীমনি লিখেছেন, ‘আহা, নৌকোয় কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা, তো অন্য ঘাটে ফুড পান্ডার খাবার রিসিভ করা। ’ পোস্টের শেষে এসেছে স্বামী শরিফুল রাজের কথা। তাঁকে উদ্দেশ করে পরীমনি লিখেছেন, ‘ধন্যবাদ! জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি!’