‘মন্টু পাইলট’র ট্রেলারেই চমক দেখালেন মিথিলা (ভিডিও)

অবমুক্ত হলো ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমের ট্রেলার। ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি নিয়ে এমননিতেই সিনেপ্রেমীদের আগ্রহ ছিল অনেক।

এবার আড়াই মিনিটের ট্রেলারে সেই আগ্রহটা আরো প্রবল হলো নিশ্চিত।

বাংলাদেশিদের কাছে ওয়েব সিরিজটি নিয়ে আগ্রহের অন্যতম। কারণ এবারের কিস্তিতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। 

এতে একেবারে ভিন্নরূপে হাজির হবেন মিথিলা – এটা আগাম জানাই ছিল। 

জানা গিয়েছিল, অভিনেত্রীকে দেখা যাবে অন্যরকম এক চরিত্রে। পাওয়া যাবে নীলকুঠি বা যৌনপল্লিতে। দেখা যাবে যৌনকর্মী হিসেবে। 

যা রোববার প্রকাশিত ট্রেলারের শুরুতেই চমক হিসেবে দেখা গেছে।

ট্রেলারে দেখা গেছে, নীলকুঠি যৌনপল্লির দরজায় মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ মিথিলা। সৌরভ বললেন, ‘শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।’

ট্রেলারেই বোঝা গেছে, কেন্দ্রীয় দুই চরিত্র সৌরভ ও মিথিলা অনবদ্য অভিনয় করেছেন এ ওয়েবসিরিজে।

পিতার ভূমিকায়, আবার যৌনপল্লির দুর্ধর্ষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন সৌরভ। অন্যদিকে মিথিলাও নির্যাতিতা হিসেবে তার চরিত্র ফুটিয়ে তুলেছেন।

ট্রেলারে দেখানো হয়, ঘটনাক্রমে নীলকুঠি যৌনপল্লিতে এসে পৌঁছান মিথিলা। তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়। শারীরিক নির্যাতনও করা হয়। এরপর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মিথিলা। 

মিথিলার ভাগ্যে কী ঘটে তা ট্রেলারে বোঝা যায়নি, সেটাই স্বাভাবিক। কারণ তা জানতে দেখতে হবে পুরো সিরিজটি। সিরিজটি ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে হইচই অ্যাপে।

ট্রেলারটি দেখুন – 

LEAVE A REPLY