প্রতীকী ছবি
মারিউপোলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন। আত্মসমর্পনে রাশিয়ার বেঁধে দেয়া সময় পার হওয়ার পর রবিবার দেশটি এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী ডেনিশ শ্যামিহাল এবিসির দিস উইককে বলেন, এখনও মারিউপোলের পতন ঘটেনি। এখনও আমাদের সেনাবাহিনী শহরটিতে রয়েছে। সুতরাং তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। খবর বাসসের।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ আজোভস্টাল স্টিল কারখানায় ৪০০ ভাড়াটে সৈন্য রয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে তাদের জীবন বাঁচাতে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
মস্কো বলছে, কিয়েভ তার জাতীয়তাবাদী সৈন্যদের যে কেউ আত্মসমর্পণ করতে চাইলে তাকে তৎক্ষণাৎ গুলির নির্দেশ দিয়েছে ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে বাদবাকি সৈন্যদের রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনার অবসান ঘটবে।
যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই বলে দিয়েছেন, আলোচনা মৃতপ্রায়।
শ্যামিহাল বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান চায়। কিন্তু প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে। আমরা আত্মসমর্পণ করবো না।ডি- এইচএ