ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: ভোরের কাগজ
সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন শাহবাজ শরীফ। এতে কাশ্মীর সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি চিঠিতে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর সংবাদ প্রতিদিনের।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিঠিতে উল্লেখ করেন, ইসলামাবাদ সবসময়ই শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী। জম্মু-কাশ্মীরের মতো অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানে। এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক-অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দেয়া প্রয়োজন।
কাশ্মীর সমস্যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বরাবরই কাঁটা হয়ে থেকেছে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর শাসনামলে কি এ সম্পর্কের উন্নতি হবে? সেকথা সময়ই বলে দেবে।
এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা শাহবাজ শরিফ। গত ১২ এপ্রিল অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।ডি- এইচএ