‘ইহুদিদের প্রার্থনার সুযোগ দিতে’ ফিলিস্তিনিদের ওপর হামলা

ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি নিরাপত্তা বাহিনী সোমবার নতুন করে পবিত্র মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে।

এদিন ইহুদিদের ইবাদত করার সুযোগ করে দিতে ফিলিস্তিনি মুসলিমদের ওপর আক্রমণ চালিয়ে তাদের মসজিদের কম্পাউন্ড ও সামনের জায়গা থেকে সরিয়ে দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

ফিলিস্তিনের স্থানীয় সূত্রগুলো গণমাধ্যম আল আরাবিয়াকে জানিয়েছে, প্রায় ২০০ ইহুদি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তায় আল আকসায় প্রবেশ করে।

ইসরাইলের ইহুদিবাদী ডানপন্থি রাজনৈতিক দল জিওনিস রিলিজিয়াস পার্টি দামাসকাস গেট থেকে ইহুদিদের অনুপ্রবেশে নেতৃত্ব দেয়। এর মাধ্যমে তারা ইহুদি পাসওভার ডে পালনের সূচনা করে।

এ সময় সাধারণ ফিলিস্তিনিদের ভয় ভীতি দেখানো হয়।

এদিকে আল আকসা মসজিদে প্রতিদিন হামলা চালানোয় ইসরাইলকে সতর্ক করেছে জর্ডান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ইসরাইলি ইহুদিদের আল আকসায় অনুপ্রবেশ থামানোর জন্য সতর্ক করেছেন।

তিনি হুশিয়ারি দিয়েছেন, এসব ঘটনায় যদি বড় ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার জন্য ইসরাইল দায়ী থাকবে।

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জর্ডানের কিং আব্দুল্লাহকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

সূত্র: দ্য নিউ আরব

LEAVE A REPLY