‘রাশিয়ার সৈন্য জড়ো করার প্রস্তুতি সম্পন্ন, যে কোনো সময় হামলা’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ওলেকজান্ডার মোতোজায়ানেক সোমবার জানিয়েছেন, দোনবাসে অভিযান চালাতে সৈন্য জড়ো করা সম্পন্ন করেছে রাশিয়া। তারা যে কোনো সময় হামলা করবে। 

তিনি আরও জানান, দোনেৎস্ক ও লুহানেস্কের পূর্ণ দখল নিতে ও এ অঞ্চলে (কথিত) স্থিতিশীলতা আনতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তাদের লক্ষ্য ক্রিমিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ মুখপাত্র তার নিয়মিত ব্রিফিংয়ে আরও জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ইজিয়াম শহর ও খারকিভ অঞ্চলের কয়েকটি শহর পুনরায় দখল করেছে ইউক্রেনীয় সেনারা।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার এখন ইজিয়াম ও এর আশপাশের এলাকাগুলো দখল নেওয়ার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে।

তার দাবি, ইজিয়ামে ঘাটি গেড়ে দোনবাসে সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে রাশিয়া। 

এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দোনবাসে অবস্থিত দোনেৎস্ক ও লুহানেস্কের সাধারণ মানুষদের স্বাধীন করা। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY