কাজল আগারওয়াল
প্রথমবার মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গৌতম কিচলু এবং কাজলের কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন বলে জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে।
চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। অনুরাগীদের প্রায়শই নিজের গর্ভাবস্থা নিয়ে আপডেট দিতেন। ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম। অন্তঃসত্ত্বা অবস্থা নিজের আবেগ নিয়ে খুব সোচ্চার ছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তার স্বামীর জন্য একটি ধন্যবাদ নোট লিখেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিচলু যেভাবে অভিনেত্রীকে আগলে আগলে রেখেছিলেন সে বিষয়ে খুব খুশি অভিনেত্রী।
শীঘ্রই কাজলকে চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত ‘আচার্য’-এ দেখা যাবে। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। আপতত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন কাজল এবং গৌতম।ডি-ইভূ