উইলিয়ামের হ্যাটট্রিকে ছিটকে গেল আবাহনী

আবাহনীর রক্ষণভাগে বল নিয়ে ঢুকছেন মোহনবাগানের জনি কালিকো

এএফসি কাপের প্লে অফের ম্যাচে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) কলকাতার অ্যাথলেটিকো মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড ঢাকা। মোহনবাগানের হয়ে ৩ গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন ডেভিড উইলিয়ামস। অপরদিকে আকাশী-নীল জার্সিদারীদের হয়ে গোল ব্যবধান কমানো একমাত্র গোলটি করেছেন দানিয়েল কলিন্দ্রেস। এর আগে প্রথম মোহনবাগানের বিপক্ষে ২০১৭ সালে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচেও ৩-১ গোলে হেরেছিল আবাহনী লিমিটেড ঢাকা।

সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন অস্ট্রেলিয়ান ফুটবলার ডেভিড উইলিয়ামস। শুরুতেই গোল হজম করে অনেকটা এলেমেলো হয়ে যায় কলিন্দ্রেসরা। এরপর আবাহনীর শিবিরে আসা আরেক ধাক্কা। ২৩তম মিনিটে চোঁট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে আকাশী-নীলদের অধিনায়ক নবীব নেওয়াজ জীবনকে। তার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে বাকি সময় খেলেছে উইঙ্গার মোহাম্মদ জুয়েল রানা। ২৯তম মিনিটে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে নেন সেই উইলিয়ামস। প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মোহনবাগানের এই অস্ট্রেলিয়ান ফুটবলার। অফসাইডের ফাঁদকে কৌশলে এড়িয়ে বল নিয়ে একা চলে যান ডি-বক্সের ভেতর।

গোলরক্ষক শহিদুল আলম পোস্ট ছেড়ে বের হয়ে আসায় সে যাত্রায় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধে স্বাগতিকদের কাছে পুরোপুরি অসহায়ত্ব প্রকাশ করেছিল আকাশি-নীলরা। ২ গোলে পিছিয়ে থেকে বিরতি গেলেও বিরতি থেকে ফিরে আবাহনীর হাসির প্রদীপ জ¦ালায় কোস্টারিকান ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস। ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল ব্যবধানকে কমিয়ে ২-১ করেন। এর কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগও পেয়েছিল তারা। গোল মুখ থেকে শট নিয়ে বলকে জালে জড়াতে ব্যর্থ হন জুয়েল রানা। এরপর ৮৫ মিনিটে মাঝমাঠ থেকে বাড়িয়ে দেয়া বলকে আবারো অফসাইডের ফাঁদ এড়িয়ে আবাহনীর রক্ষণভাগে বল নিয়ে একাই এগিয়ে যেতে থাকেন উইলিয়ামস। প্রথমবার এগিয়ে এসে গোল হজম থেকে রক্ষা পেলেও এই যাত্রায় রক্ষা করতে পারেনি শহিদুল আলম।

তাকে সহজেই পরাস্ত করে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকে পূরণ করেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড উইলিয়ামস। এরপর অতিরিক্ত ৪ তারিখ অতিরিক্ত সময় পেয়েও আর কোনো গোল করতে পারেনি মারিও লেমোসের শিষ্যরা। আজ সল্ট লেকে মোহনবাগানের বিপক্ষে ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামে আবাহনী। তবে ম্যচে রক্ষণভাগ তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার ফলেই এএফসি কাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। মোহনবাগানের হয়ে আবাহনীর একাদশে ছিলেন শহীদুল আলম সোহেল, টুটুল হোসেন বাদশা, নুরুল নাইম ফয়সাল, মেহেদী হাসান, মিলাদ শেখ, আবু শাহেদ, রাকিব হোসেন, রাফায়েল অগাস্তো, নবীব নেওয়াজ জীবন, দানিয়েল কলিন্দ্রেস ও নেদো তুর্কভিচ। আবাহনীকে হারানোর ফলে এএফসি কাপে বসুন্ধরার সঙ্গে গ্রুপ পর্বে নাম লিখিয়েছে এটিকে মোহনবাগান।এসএইচ

LEAVE A REPLY