সাকিব আল হাসান
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে অংশ নিতে আগামী ৮ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে ঢাকায়। এ দুই টেস্টে লঙ্কা বধের ছক কষছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মুমিনুল বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা জেগেছিল সাকিব আল হাসানের। কিন্তু হুট করে তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়লে টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসতে হয় তাকে। এরপর দুই ম্যাচ সিরিজের দুই টেস্টেই হার মানে বাংলাদেশ। সবচেয়ে লজ্জার বিষয়, দুইবারই চতুর্থ ইনিংসে বাংলাদেশ ১০০ রানের নিচে অলআউট হয়।
সাকিব দলে থাকা মানে অতিরিক্ত একজন ব্যাটার বা বোলারের সার্ভিস পাওয়া। বাংলাদেশের টেস্ট পরিকল্পনা করা সহজ হয়ে যায় যদি সাকিব দলে থাকেন। তাই দক্ষিণ আফ্রিকায় তাকে পাওয়া না গেলেও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী টাইগার সমর্থকরা। পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব শ্রীলঙ্কা সফরের আগে দল থেকে ছুটি চাননি। টেস্ট খেলবেন না এমন কিছুও বলেননি। তাই বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক আশাবাদী সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলা নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে। মাঠে সাকিব থাকা মানেই টাইগার শিবিরে স্বস্তি। লঙ্কানদের বিপক্ষে গত ৫ টেস্টে বাংলাদেশ জিতেছে ২০১৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত টেস্টে। ওই টেস্টে বাংলাদেশ ৪ উইকেটে জিতেছিল। ওই সিরিজে টাইগার অলরাউন্ডার সিরিজ সেরা হয়েছিলেন। কলম্বো টেস্টে প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছিল ১১৬ রানের নান্দনিক ইনিংস। ওই টেস্টে প্রথম ইনিংসে সাকিব নিয়েছিলেন ২ উইকেট দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। গত ৫ টেস্টে শ্রীলঙ্কা জিতেছে ২টিতে বাংলাদেশ একটিতে ড্র হয়েছে ২ ম্যাচ। দুই দল এ পর্যন্ত ২২ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিংহলিজরা জিতেছে ১৭ টেস্টে। টাইগাররা এক ম্যাচে, ড্র হয়েছে ৪ ম্যাচ। এবার ঘরের মাঠে সাকিব আল হাসানকে নিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
লঙ্কানদের বিপক্ষে সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রোটিয়া সফরের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। লঙ্কানদের বিপক্ষে খেলার আগে ঘরোয়া লিগে খেলার মধ্য দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে সাকিব আল হাসান লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলবেন। ডিপিএলের সুপার সিক্সে নেই মতিঝিলের জায়ান্ট ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিপিএলের চলতি মৌসুমে বেশ ঘটা করেই মুশফিক, সাকিব, মিরাজ, তাসকিন ও মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। তবে এদের মধ্যে একমাত্র মাহমুদউল্লাহ বাদে কারোরই লিগটিতে খেলা হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। দলটির সঙ্গে এবার চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু পারিবারিক কারণে রাউন্ড রবিনে একটি ম্যাচও খেলা হয়নি। কিন্তু তিনি খেলতে চান সুপার লিগে, তাই দল বদলে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিচ্ছেন বাংলাদেশের বাঁ-হাতি অলরাউন্ডার। মোহামেডানের ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এ জি এম সাব্বির এই খবর নিশ্চিত করেছেন। তারা সাকিবকে অব্যাহতি দিয়ে রূপগঞ্জে খেলার অনুমতি দিয়েছেন।
এই কর্মকর্তা বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান। তিনি বলেছেন, এই সিজনে আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহামেডান কোয়ালিফায়ার না করায় আমি সুপার লিগের যে কোনো একটি দলে খেলতে চাই।’ পরে জানিয়েছেন, লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার কথা হয়েছে। তার অনাপত্তিপত্র চাওয়ার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেয়ার।’ সাব্বির আরো জানান, লিগের বাকি চার ম্যাচে খেলবেন সাকিব। আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে পা রাখবেন জানান তিনি।
১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রূপগঞ্জ। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। পরের তিন ম্যাচ আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে মোহামেডান ছেড়ে শেখ জামালে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে সৃষ্ট সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে শ্রীলঙ্কা দল আসছে বাংলাদেশ সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর লঙ্কানদের বিপক্ষে সিরিজে জয় ভিন্ন কিছুই চিন্তা করছে বাংলাদেশ দল। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান এখনো কিছুই বলেননি শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। তবে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের নির্বাচকরা। সাকিবকে কেন্দ্র করেই টেস্টে পরিকল্পনা বুনতে চায় বাংলাদেশ।
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে মাশরাফির নেতৃত্বে দারুণ খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ ম্যাচে ৬ জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুইয়ে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট রূপগঞ্জের সমান ১২ হলেও তারা এগিয়ে রানরেটে। তবে প্রাইম ব্যাংক ম্যাচ খেলেছে একটি বেশি।
চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবেন না দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। শরিফুলের চোট অনেকটাই সেরে ওঠার পথে। তবুও কেন খেলতে পারবেন না? এবার জানা গেলো সে উত্তর। গোড়ালির চোট সেরে উঠলেও তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেটার চিকিৎসা করাতেই সিঙ্গাপুর যেতে হবে শরিফুলকে।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই তাসকিনের সঙ্গে দেশে ফিরে আসেন শরিফুল। তার গোড়ালির চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার লাগবে না। ভিন্ন যে শারীরিক সমস্যা ভুগছেন, সেটা হলো উইরিনাল সমস্যা। ডাক্তার দেবাশীষ চৌধুরীই জানিয়েছেন, শরিফুলের ইউরিনালে অস্ত্রোপচার করতে হবে এবং সে জন্য যেতে হবে সিঙ্গাপুর। এদিকে ইনজুরি থেকে সেরে উঠতে তাসকিনকে ইংল্যান্ড পাঠানো হবে বলে জানা গেছে। এরই মধ্যে ইংল্যান্ডের ভিসার জন্য তার পাসপোর্ট জমা দেয়া হয়েছে।এসএইচ