পোশাক শিল্পকে সহযোগিতার জন্য এনবিআরকে অনুরোধ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এবং প্রবৃদ্ধি তরান্বিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সহযোগিতা প্রদানের অনুরোধ করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৃহস্পতিবার ঢাকায় এনবিআর কার্যালয়ে এনবিআর এর সদস্য (ভ্যাট ও পলিসি) জাকিয়া সুলতানার সাথে বৈঠককালে এ অনুরোধ জানান। এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমও উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এনবিআর’কে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত সাব-কন্ট্রাক্টের বিপরীতে ভ্যাট আদায় না করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, সাব-কন্ট্রক্টের বিপরীতে ভ্যাট আদায় করা হলে তা সাব-কন্ট্রাক্টকারী কারখানাগুলোর জন্য আর্থিক সংকট তৈরি করে। তিনি নন-বন্ডেড কারখানাগুলো যেন স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহের নিমিত্তে স্থানীয় ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে পারে, সে ব্যাপারে অনুমোদন প্রদানের জন্যও এনবিআর’কে অনুরোধ জানান।

বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক শিল্পের উন্নয়ন ও বিশ্ববাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা টিকিয়ে রাখতে স্থানীয়ভাবে ক্রয়কৃত পণ্য ও সেবাকে ভ্যাট থেকে অব্যাহতি প্রদানের জন্য এনবিআর’কে অনুরোধ জানান। এনবিআর সদস্য জাকিয়া সুলতানা বৈঠকে আলোচিত বিষয়গুলো নোট করে বিজিএমইএ নেতৃবৃন্দকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে কাষ্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন এবং দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) কাজী রেজাউল হাসান উপস্থিত ছিলেন।এসএইচ

LEAVE A REPLY