ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে যেন তারার মেলা বসেছে। এই দলের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের মতো দুই মহাতারকা। দলটির কোচ হিসেবে আছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ৩৮ বছর বয়সে মাশরাফি নেতৃত্বের পাশাপাশি ১১ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
লিগের শেষদিকে এসে নাটকীয়ভাবে সাকিবকে পেয়ে রূপগঞ্জের শক্তি আরো বেড়েছে।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের আফতাব আহমেদ বলেন, ‘মাশরাফি শুরু থেকে দলটাকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে। দল সব সময় চাঙ্গাই ছিল। সাকিব আসার পর তো এক্সট্রা অর্ডিনারি। সবার প্রচেষ্টা অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠে ওর মানসিকতা ও রকমই ছিল। ওর জন্য বাকি সবার মানসিকতাও ওর মতো ছিল। ওরা অনেক সহায়তাপ্রবণ। মাশরাফি প্রথম থেকেই আমাকে সহযোগিতা করেছে অনেক। ‘
আফতাব আরো বলেন, ‘সাকিব এখন এসেছে, সেও একই রকম। দলে অনেক সম্পৃক্ত ও। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন নয় যে ও কেবল এলো আর গেল, বরং অনেক সম্পৃক্ত দলে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওরা এসেই চলে যাচ্ছে, এমন নয়। দলের জন্য যা যা করা দরকার, মিটিংয়ে বলুন বা…কালকে নিশ্চয়ই দেখেছেন সেন্টারে সাকিব-মাশরাফি কতটা সম্পৃক্ত ছিল, এটা দলের জন্য অনেক বড় পাওয়া। ‘