বরুণকে শুভেচ্ছায় ভাসালেন সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু জন্মদিনে শুভেচ্ছায় ভাসিয়েছেন সহঅভিনেতা বরুণ ধাওয়ানকে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বরুনের একটি ছবি পোস্ট করে তার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান সামান্থা। পোস্টে তিনি লেখেন— শুভ জন্মদিন রকস্টার।  তোমার জন্য সেরা বছরের কামনা। সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ চাই তোমার জন্য।

সামান্থা ছাড়া তামান্না ভাটিয়াও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বরুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন শুভ জন্মদিন। সামনে আপনার একটি দুর্দান্ত বছর কামনা করছি। এ ছাড়া আরও অনেক বিটাউন সেলিব্রিটিও বরুণ ধাওয়ানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বরুণ ও সামান্থাকে। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে পরিচালিত একটি ড্রামা জুলাইয়ে প্রকাশ পেতে যাচ্ছে। এর আগে সামান্থা অত্যন্ত প্রশংসিত ওয়েব সিরিজ, দ্য ফ্যামিলি ম্যান ২-এ ওই চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন সামান্থা।

এ ছাড়া সামনে সামান্থার লাইনআপে রয়েছে বিজয় সেথুপতি ও নয়নথারাসহ বিঘ্নেশ শিবানের রোমান্টিক নাটক, কাথু ভাকুলা রেন্ডু কাধলভ। আর এই বহুল প্রত্যাশিত রোমান্টিক নাটকটি আগামী ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরেও জন ফিলিপের অ্যারেঞ্জমেন্টস অফ লাভের মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন সামান্থা।

তথ্যসূত্র: পিঙ্কভিলা।

LEAVE A REPLY