ইমরান খান ‘মিথ্যা প্রচারণা’ ছড়িয়ে দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ও মুসলিম লিগের-এন নেত্রী মরিয়ম আওরঙ্গজেব।
তিনি বলেছেন, ইমরান খান প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে, তার সরকার পতনের জন্য একটি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে। অথচ এটি যে মিথ্যা দাবি ছিল, সেটি এখন প্রমাণ হয়েছে।
অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর শনিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শাহবাজের মন্ত্রিসভার প্রভাবশালী এ মন্ত্রী।
ইমরান খানের প্রতি প্রশ্ন রেখে মরিয়ম বলেন, ৭ মার্চ হাতে পাওয়ার পরও এতদিন কথিত ‘হুমকির চিঠি’ কেন প্রকাশ করেননি। কেন গোপনে গোপনে সেই দূতদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মূলত শরিকরা ছেড়ে যাওয়ার পর থেকেই তিনি ‘বিদেশি ষড়যন্ত্রে’র কথা বলছেন।
জনগণকে আর বোকা বানানোর চেষ্টা না করতে ইমরান খানের প্রতি আহ্বান জানানা তিনি।
মরিয়ম আরও বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির তদন্তে প্রমাণ হয়েছে যে কোনো ষড়যন্ত্র ছিল না। ইমরান খান কাশ্মীর বিক্রি করে দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে তথ্য গোপন করেছে। যেগুলো শিগগিরই প্রকাশ করা হবে।