ইলন মাস্ক
টেসলার গাড়ি নির্মাতা ও স্পেসএক্সের মহাকাশচারী ধনকুবের ইলন মাস্ক চার হাজার ৩০০ কোটি ডলারে টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তিনি মনে করেন, টুইটারকে আমূল বদলে ফেলা দরকার। তবে এখন যে কাঠামোতে টুইটার প্রতিষ্ঠিত আছে তাতে এর উন্নতি সম্ভব নয়। পক্ষান্তরে এটি মানুষের চাহিদা পূরণেও অক্ষম।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে এক চিঠিতে এ পরিবর্তনের কথা জানান।
কয়েকদিন আগেই টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এসময় টেসলা প্রতিষ্ঠাতা সামাজিক মাধ্যমটি কেনার জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেয়ার প্রস্তাব করেন।
টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে লেখা চিঠিতে ইলন মাস্ক জানান, যদি তিনি পুরো টুইটারের মালিকানা না কিনতে পারেন, সেক্ষেত্রে এর যে শেয়ার কিনেছেন সেটিও তিনি ভেবে দেখবেন।ডি- এইচএ