আর ঘণ্টা দুয়েক পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আইপিএলের অন্যতম সেরা দল চেন্নাই চলতি আসরে ৭ ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টি! পয়েন্ট টেবিলে ৪রবারের চ্যাম্পিয়নদের অবস্থান ৯ নম্বরে। তাদের জন্য প্লে অফে যাওয়া এখন খুবই কঠিন। তবে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়াতে পারে চেন্নাই।

এর পেছনের অন্যতম কারণ হলো চেন্নাইয়ে এখনো খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত ম্যাচে ১৩ বলে ২৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে প্রমাণ করেছেন যে, তিনি এখনও অন্যতম সেরা ফিনিশার। আইপিএলে সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে পাঠান বলছেন, ‘কোনো দল চেন্নাইকে খাটো করে দেখার ভুল করবে। হারের মুখ থেকে এই দল জয় ছিনিয়ে আনতে জানে। বহুবার এমনটা করেছে চেন্নাই। সেই জন্যই তারা আইপিএল ইতিহাসে ভয়ঙ্করতম দল। ‘
ইরফান পাঠান। ছবি : ইন্টারনেট
ধোনির প্রশংসা করে পাঠান বলেন, ‘এমএস ধোনি আইপিএলের ইতিহাসে শ্রেষ্ঠ ফিনিশার। বছরের পর বছর অনেকেই ম্যাচ শেষ করে এসেছে। কিন্তু ধোনির জায়গা কেউ নিতে পারেননি। ধোনি এই লিগের পরিচয় বহন করে। সে আইপিএলের প্রকৃত শুভেচ্ছাদূত। আমরা যদি এই মৌসুমে দেখি, তাহলে ফিনিশার হিসাবে রাহুল তেওয়াটিয়া, দীনেশ কার্তিক, শিমরন হেটমায়াররা উঠে আসছে। কিন্তু যখন কেউ আল্টিমেট ফিনিশারের কথা বলবে, তখন একটা নামই মাথায় আসবে- ধোনি। ‘