ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন আন্তোনিও রুডিগার। নিজেদের রক্ষণে শক্তি বাড়াতে রুদিগারকে দলে ভেড়াচ্ছে রিয়াল। ২৯ বছর বয়সী জার্মান এই ডিফেন্ডারের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না চেলসি বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি কোচ থমাস টুখেল।
চেলসি কোচ টমাস টুখেল জানান, রুডিগারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে না।
মৌসুম শেষে নতুন দলে যোগ দেবেন এই ডিফেন্ডার। ইংলিশ গণমাধ্যম ইএসপিনের রিপোর্টে রুডিগারের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে রিয়ালের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে ফেলছেন এই ডিফেন্ডাড়। শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
চেলসির হয়ে পাঁচ মৌসুমে ১৯৬টি ম্যাচ খেলেছেন রুডিগার, গোল করেছেন ১টি।