রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া গতকাল স্থানীয় সময় রবিবার দাবি করেছে, তাদের বেলগোরোদ অঞ্চলের গ্রামে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। বেলগোরোদের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
বেলগোরোদ অঞ্চলটি ইউক্রেনের সীমান্তের পাশেই অবস্থিত। রাশিয়া এর আগেও ওই অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
ভ্লাদিমির পারসেভ নামে একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইউক্রেন থেকে গোলা বর্ষণের পর কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ফাঁকা মাঠে আঘাত হেনেছে ইউক্রেনের নিক্ষেপ করা গোলা।
সপ্তাহখানেক আগে বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ দাবি করেছিলেন, ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণে একজন আহত হয়েছেন। তিনি আরো দাবি করেছিলেন, গ্রাইভোরোনস্কি জেলার গোলভচিনো গ্রামে গোলাটি আঘাত হেনেছিল।
সূত্র : রয়টার্স।