প্রতারণার অভিযোগে আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা

প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছেন ‘গাদার’ খ্যাত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। 

তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, টাকা নিয়েও সময় দেননি তিনি। মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৪ লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী এই অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফর্ম করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন আমিশা। 

এ কারণেই ক্ষুব্ধ হয়ে আমিশরা নামে মামলা ঠুকে দিল সংগঠনটি।

যদিও সংগঠনটির  অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল। উল্টো নিরাপত্তা ইস্যু টেনে সংগঠনের উপর দোষ চাপালেন।

টুইটারে আমিশা লেখেন, ‘নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়েছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে, ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমাকে রক্ষা করেছেন।’

আমিশার এই মন্তব্যকে মিথ্যা বলেই দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা।

একটা সময় বলিউডে নিয়মিত অভিনয় করতেন আমিশা প্যাটেল। তবে এখন আর তেমন একটা দেখা যায় না। সানি দেওলের সঙ্গে ‘গাদার’ সিনেমায় অভিনয় দিয়ে দারুণ পরিচিতি পান আমিশা। হৃতিক রোশনের ‘কাহো না পেয়ার হ্যায়’তে দেখা গেছে তাকে। এরপর তার আরো কয়েকটি ছবি ব্যবসাসফল হয়। 

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, দীর্ঘ বিরতি দিয়ে ফের কাজে ফিরছেন আমিশা। ‘গাদার’ সিনেমায় সিকুয়েলে দেখা যাবে তাকে। এ বছরের শেষ দিকেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

LEAVE A REPLY