বাঁচার আকুতি জানানো সেই কমান্ডার নতুন ভিডিও প্রকাশ করলেন

ইউক্রেনের মারিউপোলের আজভস্টালে আটকে পড়া ৩৬ মেরিন ব্রিগেড কমান্ডার মেজর সেরহি ভোলইয়ানা গত সপ্তাহে বাঁচার আকুতি ও সাহায্যের আবেদন জানিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। 

সেই মেজর সেরহি ভোলইয়ানা বুধবার ফেসবুকে আরেকটি ভিডিও প্রকাশ করেছেন। 

নতুন ভিডিওতেও তিনি আজভস্টালে আটকে পড়া সেনা ও বেসামরিক লোকদের বের করে নেওয়ার জন্য ফের আহ্বান জানিয়েছেন। 

মেজর সেরহি ভোলইয়ানা জানিয়েছেন, আজভস্টালে ৬০০ মানুষ আহত অবস্থায় পড়ে আছেন। তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না। 

তিনি আরও জানিয়েছেন, নারী, শিশু ও শারীরিকভাবে অক্ষম অনেক বেসামরিক মানুষ আটকে আছেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে আসছে। তাদের যেন দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করা হয়। 

তিনি আহ্বান জানান আটকে পড়াদের যেন ডানকির্ক স্টাইলে উদ্ধার করা হয়। 

এদিকে ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা ফ্রান্সের ডানকির্ক সমুদ্র সৈকতে বেলজিয়াম, ব্রিটিশ ও ফ্রান্সের সেনাদের ঘিরে ফেলে এবং বিচ্ছিন্ন করে ফেলে। 

সেই সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY